freatured banner

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৯:৪০

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিক নিহত
চীন জানিয়েছে এটি এক দশকের মাঝে সবচেয়ে বড় দুর্ঘটনার একটি। সংগৃহীত ছবি

ভূমিকম্পের তীব্রতা মাপার সিসমিক ইক্যুইপমেন্টের পরীক্ষা চলছিল ট্রেন লাইনে। হঠাৎই ট্রেন চলে আসে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলেই মারা যান ১১ রেলশ্রমিক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনায়। এতে শ্রমিক দলের আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

চীনের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কুনমিং লাওয়াং টাউন স্টেশনে ঢুকছিল ট্রেনটি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেলকর্মীদের টিম। চীনের পক্ষ থেকে জানানো হয়, এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। 

freatured banner

কুনমিং রেলওয়ে ব্যুরো জানিয়েছে, ট্রেনটি সাধারণ গতিতেই আসছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছে, স্টেশনের একটি বাঁকা লাইনে শ্রমিকদের ধাক্কা দেয় ট্রেনটি। ইউনান প্রদেশের এই স্টেশনে ইতোমধ্যে স্বাভাবিক সেবা পুনরায় চালু হয়েছে।

চীনের রেল নেটওয়ার্ক বিশ্বের বৃহত্তম। প্রতি বছর বিলিয়ন সংখ্যক যাত্রী পরিবহন করে। তবে উন্নত ব্যবস্থা থাকার পরও বেশ বড়সড় দুর্ঘটনায় খবর আসে। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ২০১১ সালের এক সংঘর্ষে ৪০ জন নিহত এবং ২০০ জন আহত হন। ২০২১ সালে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে লানঝৌ-শিনজিয়াং রেলপথের একটি অংশে শ্রমিকদের ওপর ট্রেন উঠে গেলে ৯ জন নিহত হন। এবার মারা গেলেন ১১ রেলশ্রমিক।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আন্তর্জাতিক

logo
সর্বশেষ সংবাদ