freatured banner

নোয়াখালী এক্সপ্রেসের টিকিট পেলেন কুশল মেন্ডিস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:২২

নোয়াখালী এক্সপ্রেসের টিকিট পেলেন কুশল মেন্ডিস
নোয়াখালী এক্সপ্রেস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে নতুন দল হিসেবে মাঠে নামছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পাওয়ার পর থেকেই তারা দল গোছানোর কাজ শুরু করেছে।


দলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে। ফেসবুকে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পিএসএল, আইপিএল, এলপিএল ও এসএ-টোয়েন্টিতে নিয়মিত খেলা মেন্ডিস এবার প্রথমবার বিপিএলে খেলবেন।

freatured banner


শোনা যাচ্ছিল মেন্ডিস সিলেট টাইটান্সের হয়ে খেলতে পারেন। তবে শেষ মুহূর্তে আলোচনা সফল না হওয়ায় চুক্তি হয়নি। গুঞ্জন আছে—মেন্ডিস সিলেটের কাছে ১ লাখ ৮০ হাজার ডলার চেয়েছিলেন। শেষ পর্যন্ত নোয়াখালীর সঙ্গে আলোচনায় সমঝোতা হওয়ায় এই দলে যোগ দিচ্ছেন তিনি।


নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ থাকছেন খালেদ মাহমুদ সুজন। গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করা যায়। এই সুযোগে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে নিয়েছে নোয়াখালী।


গত আসরে রংপুরের হয়ে খেলেছিলেন সৌম্য। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে দলেও নিয়মিত রান করছেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে হাসান মাহমুদ এখন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত পেসার।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খেলা

logo
সর্বশেষ সংবাদ