freatured banner

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

logo

News Portal

নভেম্বর ২৭, ২০২৫, ০৬:১৬

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের নিলাম আবার চালু হচ্ছে। এতে ৫০০-এরও বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যাদের মধ্যে ২৪৫ জনই নিলামের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকায় অনেক তারকা ছাড়াও পেশাদার ক্যারিয়ার শেষের পথে থাকা ক্রিকেটাররাও আছেন, যেমন ভারতীয় লেগস্পিনার পিযূশ চাওলা, ইংল্যান্ডের সামিত প্যাটেল ও রবি বোপারা।

বিপিএলের নিলাম আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নিলামের ভিত্তিমূল্য এবং বাড়তি দরের কাঠামো হলো:

‘এ’ ক্যাটাগরি: ৩৫,০০০ ডলার (প্রতি ডাকে ৫,০০০ ডলার বৃদ্ধি)

freatured banner

‘বি’ ক্যাটাগরি: ২৬,০০০ ডলার (প্রতি ডাকে ৩,০০০ ডলার বৃদ্ধি)

‘সি’ ক্যাটাগরি: ২০,০০০ ডলার (প্রতি ডাকে ২,০০০ ডলার বৃদ্ধি)

‘ডি’ ক্যাটাগরি: ১৫,০০০ ডলার (প্রতি ডাকে ১,৫০০ ডলার বৃদ্ধি)

‘ই’ ক্যাটাগরি: ১৫,০০০ ডলার (প্রতি ডাকে ১,০০০ ডলার বৃদ্ধি)

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ৪০ জন স্থান পেয়েছেন, উল্লেখযোগ্য নামগুলো হলো পিযূশ চাওলা, শোয়েব মালিক, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জনসন চার্লস, কেসি কার্টি, জর্জ মুনসী, ওয়েন পারনেল, উসামা মির, আভিষ্কা ফার্নান্দো, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, দাসুন শানাকা প্রমুখ।

‘বি’ ক্যাটাগরিতে ২২ জন রয়েছেন। উল্লেখযোগ্য ক্রিকেটাররা হলেন সন্দ্বীপ লামিচানে, আসিফ আলি, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাসমতউল্লাহ শহীদি, ইসুরু উদানা, সৌদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল ইত্যাদি।

‘সি’ ক্যাটাগরিতে ৬০ জন ক্রিকেটার রয়েছেন। উল্লেখযোগ্য নামগুলো হলো হায়দার আলী, জাহানদাদ খান, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শেহজাদ, উইলিয়াম বসিস্তো, প্রমোদ মাদুশান, আব্দুল্লাহ শফিক ইত্যাদি।

এছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে ২৫ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ৯৮ জন ক্রিকেটার রয়েছেন।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খেলা

logo
সর্বশেষ সংবাদ